সুনামগঞ্জে ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৪৪:১৭ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে বাহাদুরপুর নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার বাহাদুরপুর গ্রামের মাদ্রাসা সংলগ্ন মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ওইদিন ফাইনাল খেলায় হুমায়ূন স্পোর্টিং ক্লাব বনাম মারুফ স্পোর্টিং ক্লাব অংশ নেয়। টুর্নামেন্ট পরিচালনা কমিটির উদ্যোগে ১০ দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন লক্ষণশ্রী ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল ওয়াদুদ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. মো. আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর অ্যাড. মনিষ কান্তি দে মিন্টু, লক্ষণশ্রী ইউপি সচিব জগন্নাথ বনিক, জেলা নিরাপদ সড়ক চাই সংগঠনের সভাপতি মহিম তালুকদার।
আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। প্রতিযোগিতায় বিজয়ী দল হুমায়ূন স্পোর্টিং ক্লাবকে প্রথম পুরস্কার হিসাবে ১টি ঘোড়া প্রদান করা হয়। ২য় পুরস্কার বিজয়ী দল মারুফ স্পোর্টিং ক্লাবকে ১টি খাসী ও ৩য় বিজয়ী দল ময়না স্পোর্টিং ক্লাবকে ২টি রাজ হাঁস প্রদান করা হয়।