অশ্লীল বিলবোর্ড অপসারণের মেয়র বরাবর আবেদন
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৫১:৩৭ অপরাহ্ন
সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা, মাজার, কবরস্থান, মাদরাসা, মসজিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন স্থানে সাঁটানো বিভিন্ন অশ্লীল ছবি, বিলবোর্ড প্রভৃতি অপসারণের দাবী জানিয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আনোয়ারুজ্জামন চৌধুরীর কাছে আবেদন জানিয়েছেন হযরত শাহজালাল (রহ:) সহ ৩৬০ আউলিয়া স্মৃতি রক্ষা পরিষদ সিলেটের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার মেয়র বরাবরে দাখিলকৃত লিখিত আবেদনে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত সিলেট। মহানগরীর সৌন্দর্য, পরিবেশ ও মর্যাদা রক্ষা করার দায়িত্ব সকলের। কিন্তু নগরীর বিভিন্ন মসজিদ, মাদরাসা, মাজার, কবরস্থানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্থাপনার পাশে বিলবোর্ডের নামে অশ্লীল ভঙ্গিমায় নারীর ছবি সাঁটানো হয়েছে। তা ধর্মীয় অনুভুতিতে আঘাতের সামিল।
আবেদনে স্বাক্ষর করেন হযরত শাহজালাল (রহ:) সহ ৩৬০ আউলিয়া স্মৃতি রক্ষা পরিষদ সিলেটের সভাপতি মোঃ আব্দুল লতীফ সরকার, সাধারণ সম্পাদক মোঃ কয়ছর আহমদ, সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠু। বিজ্ঞপ্তি