পাকশাইল মহিলা মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৫২:৫৮ অপরাহ্ন
বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের পাকশাইল মহিলা মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে বর্ণি ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন কদরের সভাপতিত্বে ও মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ ইসমাইল আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১ নং পাকশাইল ওয়ার্ডের ইউপি সদস্য লোকমান উদ্দিন বায়েছ।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাকশাইল সমাজকল্যাণ পরিষদের সভাপতি হেলাল উদ্দিন, পাকশাইল গ্রেট ভিশন এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম, মাদ্রাসার কার্যনির্বাহী কমিটির সদস্য মঈনুল হক, ডা. মো. ফজলুল হক সোহেল, আবুল কাশেম। শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্নি বেগম, রুনা বেগম, মিনা বেগম।
অনুষ্ঠানে প্রতিটি ক্লাসের-২০২৩ সালের চূড়ান্ত পরীক্ষায় শীর্ষস্থান প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং একজন ছাত্রীকে পরীক্ষার রেজাল্ট, ক্লাসে উপস্থিতি এবং হাতের লেখা ভিত্তি করে বছরের সেরা ছাত্রী হিসেবে পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি