এসজেএস শিক্ষা ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৫৫:১৬ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে এসজেএস শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত লেঙ্গুড়া ইউপির অবসরজনিত কারণে তিনজন শিক্ষক, কর্মচারী ও কৃতি শিক্ষার্থীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুল হক।
২৪ ফেব্রুয়ারী বিকল ৩ টায় নিয়াগুল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাউন্ডেশনের আহবায়ক হারুনুর রশিদের সভাপতিত্বে সাবেক মেম্বার কামাল উদ্দিন ও শিক্ষক পিন্টু চক্রবর্তীর যৌথ সঞ্চালনায় শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আশরাফ। সভায় সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মঞ্জির আহমদ, সিনিয়র শিক্ষক দেবব্রত ভট্রাচার্য। উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি প্রাথমিক শিক্ষক আহমদ আলী ও সতিন্দ্র মালাকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রভাষক ফারুক, সাবেক চেয়ারময়ান মাহবুব আহমদ, সাবেক মেম্বার মনির উদ্দিন, গোলাম কিবরিয়া ছাত্তার, মেম্বার আঃ রহমান, সংবর্ধিত কৃতি শিক্ষার্থী সুরাইয়া জান্নাত, জাহাঙ্গীর আলম প্রমুখ। পরে অতিথিবৃন্দ সংবর্ধিতদের বিদায়ী স্মারক ও উপহার প্রদান করেন। সভায় ইউপির বিভিন্ন জনপ্রতিনিধি, মুরব্বিয়ান ও স্কুল কলেজের শিক্ষক, অভিভাবক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।