মধ্য শাবানের রজনী পালিত
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ৭:১৪:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: ধর্মীয় ভাবগাম্ভির্য এবং জিকির ও নফল ইবাদতের মধ্য দিয়ে রোববার দিবাগত রাত শবে বরাত পালিত হয়েছে। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত এ রাতকে হাদিসের পরিভাষায় ‘লাইলাতুন নিস্ফ মিন শাবান’ অর্থাৎ ‘শাবানের মধ্যবর্তী রজনী বলা হয়। তবে এ রাত উপমহাদেশে ‘শবে বরাত’ হিসেবেই বেশি পরিচিত।
প্রতিবছরের মতো এবারো শবে বরাতে দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা অনেকে রাত জেগে ইবাদত বন্দেগি ও নামাজ আদায় করবেন। আসন্ন মাহে রমজানের প্রস্তুতি গ্রহণের জন্য মধ্য শাবানের রাতটি খুবই গুরুত্ব বহন করে। মসজিদগুলোতে ওয়াজ, দোয়া মাহফিল, কোরআন তেলাওয়াত, হামদ নাতসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। দরগাহ হজরত শাহজালাল র. মাজার, শাহপরান র. মাজার, নগরীর মানিকপির কবরস্থানসহ বিভিন্ন মাজার ও কবরস্থানে ছিল স্বজনদের কবর জিয়ারতের জন্য ভিড়।
এদিকে দিবসটি উপলক্ষে রবি ও সোমবার নফল রোজা রেখেছেন অনেকে। সোমবার সরকারি ছুটির পাশাপাশি বন্ধ ছিল অধিকাংশ দোকানপাঠ ও অফিস আদালত। বন্ধ ছিল বিপনীবিতানও। নফল রোজাদারদের জন্য খাবার দোকান ও রেস্টুরেন্টগুলো আয়োজন করে নিত্যদিনের চেয়ে বাড়তি ইফতারের। বিকেলের পর থেকে এসব দোকানে অনেকে ক্রেতার ভিড়ও লক্ষ করা গেছে।