পুলিশ সপ্তাহ শুরু আজ
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ৪:৪৫:৫৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : আজ মঙ্গলবার বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে ছয় দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৪ শুরু হচ্ছে। পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য হচ্ছে- ‘স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ’।
আরো বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে পুলিশ সপ্তাহের প্রথম দিন সকাল সাড়ে দশটায় রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহ উদ্বোধন করবেন। ছয় দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৪ আগামী ৩ মার্চ শেষ হবে।