মাধবপুরে ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৩৭:৫৫ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার মীরনগরে নির্মাণাধীন আকিজ কারখানার ফ্যাক্টরীর ছাদ থেকে পড়ে আসাদ মিয়া (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদ মিয়া নীলফামারী জেলার ডোমরা উপজেলার জালিয়াপাড়া গ্রামের সোলেমান মিয়ার ছেলে।
মাধবপুর থানার এসআই দ্বীন মোহাম্মদ জানান, সোমবার সকাল সোড়ে ৯ টার দিকে আকিজ গ্লাস কারখানায় দশ তলা ভবনে কাজ করার সময় ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন আসাদ মিয়া। সহকর্মীরা দ্রুত তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।