বড়লেখায় স্থানীয় সরকার দিবসে র্যালি
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ৫:১৫:১৯ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালন উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ও সুজানগর ইউনিয়ন পরিষদের সচিব আবু শাহীনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রতœদ্বীপ বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয়, উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু, সুজানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলাম প্রমুখ।