তাহিরপুরে স্থানীয় সরকার দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ৭:০২:০৫ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: ‘স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার মান’ এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডিজিটাল কর্ণারে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন।
বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মোরাদ, দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী, বালিজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, যুবলীগ নেতা আবুল কাশেম প্রমুখ।