বড়বাজার এলাকায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার শুরু
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৪৭:২১ অপরাহ্ন
সিলেট নগরীর আম্বরখানা বড়বাজার এলাকায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। বন্ধন সমাজ কল্যাণ যুব সংস্থা’র সভাপতি মো. রিমাদ আহমদ রুবেলের ব্যক্তিগত উদ্যোগে সোমবার রাত ৯টায় কাজের উদ্বোধন করা হয়।
বন্ধন সমাজ কল্যাণ যুব সংস্থা’র পক্ষ থেকে জানানো হয়, বড়বাজার দারুস সালাম মাদ্রাসা রাস্তার বিভিন্ন ভাঙ্গা অংশ মেরামতের কাজ ও ড্রেনের ভাঙ্গা স্ল্যাব স্থাপনের জন্য রাস্তাটি সাময়িকভাবে বন্ধ থাকবে।রাস্তা মেরামতের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. জুনু মিয়া, এম এ মুগনী খোকা, আব্দুল জলিল তাপাদার, মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবিরী, আবু তাহের, মো. শহীদুল হক, মমতাজুল করিম খান জামিল, খালেদ হোসেন, ইফতেখার হুসেন সোহেল, খালেদ হোসেন, আলী আহসান হাবীব, আনোয়ার হোসেন, বিলাল মিয়া, আনহার আহমেদ, জামাল মিয়া, গোলাম কিবরিয়া টিপু, সালাউদ্দিন আহমেদ, নৌসাদ আহমেদ চৌধুরী, আতহার ফুয়াদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি