শাল্লায় পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৫৫:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের শাল্লায় গোসল করার সময় পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ২নং হবিবপুর ইউপির আনন্দপুর বড়খাল এলাকায় এ ঘটনা ঘটে।
ওই গৃহবধূ নাম শিখা রানী দাশ (৩০)। তিনি ওই এলাকার পিন্টু দাশ ওরফে নিমাইয়ের স্ত্রী। এই দম্পত্তির ছয় বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শিখা রানী দাশ খালে গোসল করতে। সোমবারও গোসল করতে পানিতে নেমে ডুব দিলে আর উঠেন নি। পরে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।
নিহতের পরিবার জানায়, শিখা রানী দাশ মৃগী রোগে আক্রান্ত ছিলেন। দুপুরে গোসল করতে গিয়ে খিচুনি দেখা দেওয়ায় পানিতেই ডুবে তার মৃত্যু হয়।