পুলিশ সপ্তাহ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী : ‘স্মার্ট পুলিশ বাহিনী’ গড়ে তুলার কাজ চলছে
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ৯:২৩:২৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ-২০২৪ উদ্বোধন করেছেন। এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য ‘স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ, শান্তি ও প্রগতির বাংলাদেশ’। প্রধানমন্ত্রী খোলা জিপে চড়ে বাংলাদেশ পুলিশের কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট বর্ণাঢ্য কুচকাওয়াজে অংশগ্রহণ করে।এসময় বক্তৃতাকালে প্রধানমন্ত্রী জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, দুর্নীতি দমনসহ দেশের মানুষের সেবা অব্যাহত রাখার জন্য পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার অনুযায়ী বাংলাদেশ পুলিশকে ‘স্মার্ট পুলিশ বাহিনী’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ চলছে।
শেখ হাসিনা বলেন, আমি পুলিশ বাহিনীর সদস্যদের বলব, আপনারা দেশের মানুষের সেবা করেন। দুষ্টের দমন শিষ্টের পালন, এটা হচ্ছে পুলিশের মূলমন্ত্র। কাজেই পুলিশ বাহিনী মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করবে-এটাই সব সময় আমাদের কাম্য।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশে ইতোমধ্যে ডিএনএ ল্যাব, আধুনিক ফরেনসিক ল্যাব, অটোমেরিক ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন সিস্টেম (এএফআইএস) এবং আধুনিক রাসায়নিক পরীক্ষাগার স্থাপন করা হয়েছে। কয়েকটি বিভাগীয় শহরে এই সকল ল্যাবের কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতে প্রতিটি বিভাগে এ ধরনের ল্যাব স্থাপন করার পরিকল্পনা আমাদের রয়েছে।
প্রধানমন্ত্রী সাহসী কাজের স্বীকৃতিস্বরূপ ৩৫ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-বীরত্ব) ও ৬০ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-বীরত্ব) প্রদান করেন। এছাড়া ৯৫ জন পুলিশ সদস্য বিপিএম সেবা পদক ও ২১০ জন পিপিএম সেবা পদক পেয়েছেন। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। দৈনিক সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। টেলিভিশন চ্যানেলগুলো পুলিশ সপ্তাহে বিশেষ আলোচনার আয়োজন করবে।