বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১৫ শতাংশ কর দিতে হবে
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ৯:২৭:০৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১৫ শতাংশ কর দিতে হবে বলে রায় দিয়েছেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সরকারের ১৫ শতাংশ হারে আয়কর আদায় সংক্রান্ত আপিল নিষ্পত্তি করে আদালত এ রায় দেন।
এ সংক্রান্ত আপিল নিষ্পত্তি করে মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ।
রায়ের পরে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমরা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ফাইল করি। ৪৪টি মামলা ছিল। এগুলোর শুনানি শেষে আপিল বিভাগ লিভ মঞ্জুর (আপিলের অনুমতি দেন) করেন। আপিলের শুনানি শেষে আজকে রায় হয়।’
রায়ের বরাত দিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘রাষ্ট্র চালানোর জন্য কর আহরণ দৈনন্দিন কাজ। অর্ডিন্যান্স অনুসারে সবার জন্য কর ধার্য করা আছে। ব্যক্তিবর্গের জন্য ২৫ শতাংশ। সেখানে তাদের (প্রাইভেট বিশ্ববিদ্যালয়) কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।’