চেম্বারে ‘স্মার্ট প্রোডাক্ট ফটোগ্রাফি’ বিষয়ক কর্মশালার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৪৯:৪৬ অপরাহ্ন
চেম্বার কনফারেন্স হলে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বুধবার ‘স্মার্ট প্রোডাক্ট ফটোগ্রাফি’ বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইফতেখার আহমদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করে আমরা এখন স্মার্ট বাংলাদেশ হওয়ার পথে এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের ঘোষণা দিয়েছেন। এ লক্ষ্যে সকল মন্ত্রণালয়কে ৫ বছর মেয়াদী কর্মপরিকল্পনা নির্ধারণ করে দেওয়া হয়েছে। ইউনিয়ন পর্যায়ে তথ্য ও প্রযুক্তি সেবা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, ক্রেতাগণ এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে পণ্য অর্ডার করতে পারেন। তাই বিপণন বাড়াতে উদ্যোক্তাগণকে আরো স্মার্ট হতে হবে। নিজেদের উৎপাদিত পণ্যকে সুন্দর ছবির মাধ্যমে আরো আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে হবে। এ লক্ষ্যে ‘স্মার্ট প্রোডাক্ট ফটোগ্রাফি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালাটি একটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি এরকম একটি সময়োপযোগী প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের জন্য সিলেট চেম্বার অব কমার্স ও এসএমই ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ বলেন, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠালগ্ন থেকে উদ্যোক্তা তৈরীতে কাজ করছে। উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও নবীন উদ্যোক্তা তৈরীতে আমরা এসএমই ফাউন্ডেশনসহ বিভিন্ন সংস্থার সাথে বছরব্যাপী বিভিন্ন ধরণের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে থাকি। এসব প্রশিক্ষণ কর্মশালা থেকে প্রশিক্ষণ গ্রহণ করে অনেক উদ্যোক্তারা স্বাবলম্বী হয়েছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শাখার উপ-ব্যবস্থাপক মোঃ সাইফুর রহমান ও প্রশিক্ষক তারুণ কর্মকার। এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সচিব মোঃ গোলাম আক্তার ফারুক, সিলেট চেম্বারের কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থীবৃন্দ। বিজ্ঞপ্তি