ডায়াবেটিক সমিতির ডায়াবেটিস সচেতনতা দিবস পালন
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৫৭:৪৩ অপরাহ্ন
যুগে যুগে, দেশে দেশে তার হরেক নাম- মধুমেহ, বহুমূত্র, ডায়াবেটিস মেলিশাস, এন্ডোক্রাইন এবং মেটাবলিক ডিসঅর্ডারস। প্রতি ৮ সেকেন্ডে একজন করে ডায়াবেটিক রোগী মারা যাচ্ছে- এই ভয়াবহ সংবাদ ভাবিয়ে তুলছে মানুষকে। নীরব ঘাতক স্বভাবের ডায়াবেটিক রোগটি এমনিতেই দেহে বহু ব্যাধির (চোখ, হার্ট, কিডনিসহ মূল্যবান অঙ্গ-প্রত্যঙ্গের ব্যাপক ক্ষতিসাধনে সক্ষম) আহ্বায়ক। তাই এই নিরব ঘাতক ডায়াবেটিসকে নির্মূল করতে এর প্রতিরোধ করতে হবে এখনই।
সিলেট ডায়াবেটিক সমিতি কর্তৃক আয়োজিত ডায়াবেটিস সচেতনতা দিবস এর আলোচনা সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন সমিতির সভাপতি অধ্যাপক ডা: এম. এ. আহবাব।
বুধবার বেলা ১২টায় সমিতির বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীম সভা কক্ষে সিলেট ডায়াবেটিক হাসপাতালের অফিস সহকারী মো: লিয়াকত হোসেন এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাসপাতালের ল্যাব সরঞ্জামাদির ইনচার্জ মোঃ মালেক খান।
স্বাগত বক্তব্যে সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ললিত মোহন নাথ বলেন, প্রায় ৬৫ বছর পূর্বে ডায়াবেটিস রোগ এর জন্মলগ্ন থেকে এ দিবসটি পালনের প্রক্রিয়া চলছে, যাতে করে জনগণের মাঝে ডায়াবেটিস সর্ম্পকে সচেতনতা বৃদ্ধি পায়।
সিলেট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ তাঁর বক্তব্যে বলেন, যাদের ডায়াবেটিস এর ঝুঁকি রয়েছে, তাদের অবশ্যই বছরে দু’বার ডায়াবেটিস পরীক্ষা করাতে হবে। এজন্য সবসময় হাসপাতালে যেতে হবে এমন নয়। এখন অনেক ফার্মেসিতে স্বল্পমূল্যে দ্রুত ডায়াবেটিস পরীক্ষা করা যায়। সেখান ডায়াবেটিস শনাক্ত হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সমিতির সহ-সভাপতি অ্যধাপক ডা. আজিজুর রহমান বলেন, ঘনঘন প্রস্রাব হওয়া ও পিপাসা লাগা, দুর্বল লাগা’ ও ঘোর ঘোর ভাব আসা, ক্ষুধা বেড়ে যাওয়া, সময়মতো খাওয়া-দাওয়া না হলে রক্তের শর্করা কমে হাইপো হওয়া, মিষ্টি জাতীয় জিনিসের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া, কোন কারণ ছাড়াই অনেক ওজন কমে যাওয়া, শরীরে ক্ষত বা কাটাছেঁড়া হলেও দীর্ঘদিনেও সেটা না সারা, চামড়ায় শুষ্ক, খসখসে ও চুলকানি ভাব, বিরক্তি ও মেজাজ খিটখিটে হয়ে ওঠা, চোখে কম দেখতে শুরু করা ইত্যাদি লক্ষণ দেখা দিলে তাৎক্ষনিকভাবে চিকিৎসকের প্রামর্শ নিতে হবে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কার্যকরি কমিটির সদস্য এডভোকেট সিদ্দিকুর রহমান প্রমূখ।
এদিকে, নীরব ঘাতক ডায়াবেটিস রোগ সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট ডায়াবেটিক সমিতির উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে সকাল ১০ টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিনামূল্যে ডায়াবেটিস সনাক্তকরণ কর্মসূচীর উদ্ভোধন করেন সিলেট ডায়াবেটিক সমিতির কার্যকরি কমিটির সদস্য আফতাব চৌধুরী। এছাড়াও বেলা সাড়ে ১০ টায় প্রতিপাদ্য সম্বলিত ব্যানার সহকারে এক ‘বর্ণাঢ্য র্যালী’ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। বিজ্ঞপ্তি