জৈন্তায় ভারতীয় চিনি পেঁয়াজসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ৬:০০:৩৯ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুর মডেল থানা পুলিশের চোরাচালান প্রতিরোধ পৃথক দুটি অভিযানে ৫৫ বস্তা ভারতীয় চিনি এবং ১০ বস্তা ভারতীয় পেঁয়াজসহ ১টি ডিআই ট্রাক ও ১টি এইচ পিকআপ গাড়ীসহ আটক ১ জনকে আটক করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযানে ২৭ ফেব্রুয়ারী রাতে সিলেট তামাবিল মহাসড়কের ফেরীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫ বস্তা ভারতীয় চিনিসহ ১টি এইচ পিকআপ গাড়ী এবং ২৮ ফেব্রুয়ারী রাত ১টা ৩০ মিনিটে সিলেট তামাবিল মহাসড়কের চাঙ্গীলস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মুখ হতে ২০ বস্তা ভারতীয় চিনি ও ১০ বস্তা ভারতীয় পেঁয়াজ সহ একটি ডিআই ট্রাক আটক করা হয়। দুটি অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ীসহ চোরাকারবারী দলের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ এক চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়, সে উপজেলার নিজপাট ইউনিয়নে ঘিলারতৈল গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে সোহেল রানা (৩০)।
আটকের বিষয় নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইচার্জ তাজুল ইসলাম পিপিএম বলেন, গোপন সংবাদের প্রেক্ষিতে আমিসহ পুলিশের একটি টিম পৃথক অভিযান পরিচালনা করি। অভিযানে ২টি গাড়ীসহ ৫৫ বস্তা ভারতীয় চিনি এবং ১০ বস্তা পেঁয়াজ আটক করেছি এবং অপরাদের সাথে জড়িত থাকার অপরাধে এক জনকে আটক করা হয়। এ বিষয়ে দুটি পৃথক পৃথক মামলা করা হয়েছে এবং আটক আসামিকে আদালতে প্রেরণ করা হয়।