বাঘায় ইসলামি ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৪০:৪৮ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের বাঘায় ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি পরগণা বাজার এজেন্ট ব্যাংকিং আউট লেটের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামি ব্যাংক গোলাপগঞ্জ শাখার প্রধান মোঃ আনিসুজ্জামানের সভাপতিত্বে ও জিবি ইনচার্জ শাহিন আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংক সিলেট জোনের জোন প্রধান এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ জাকির হোসেন।
ইসলামি ব্যাংক গোলাপগঞ্জ জোনাল অফিসের আরডিএস শামীম আহমদের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঘা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হারুনুর রশীদ, তালবাড়ি জামেয়া ইউসুফিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শরীফ আহমদ, ইউপি সদস্য কামাল আহমদ, সমাজসেবী সোহরাব মিয়া, ইসলামি ব্যাংক গোলাপগঞ্জ জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার শাহ নেওয়াজ সুহেল, সমাজসেবী আবুল হাসনাত, বাঘা পরগণা বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ইসলামি ব্যাংক পরগণা বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের সত্ত্বাধিকারী মোশাহিদ আলী চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী জামাল আহমদ, সাংবাদিক আব্বাস আলী, আবিজুমান সাকি প্রমুখ।