কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সাধারণ সভা /৩
প্রকাশিত হয়েছে : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ৮:২৭:৩০ অপরাহ্ন
সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর ২০২৩-২০২৪ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ব্যাংকের সভাকক্ষে ব্যাংক সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ব্যাংকের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহবুবুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার চন্দন দত্ত।
সভায় ২০২৩ ও ২০২৪ সালের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, বার্ষিক রিপোর্ট পাঠ ও অনুমোদন, জুলাই ২০২৩ হতে জানুয়ারি ২০২৪ পর্যন্ত জমা খরচ হিসেব পাঠ ও অনুমোদন, ২০২২-২০২৩ সালের অডিট প্রতিবেদন ও উদ্বৃত্তপত্র আলোচনা ও অনুমোদন, ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রস্তাবিত ম‚লধন আয়-ব্যয় এর প্রস্তাবিত খসড়া বাজেট পর্যালোচন ও অনুমোদন, ২০২৪-২০২৫ সালের সর্বোচ্চ ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ, ব্যাংক ব্যবস্থাপনা কমিটি কর্তৃক অনুমোদিত ব্যাংকের ছয়টি নির্বাচনী এলাকার ভোটারের সংখ্যার সমানুপাতে পুন:ভাগকরণের খসড়া পর্যালোচন ও অনুমোদন, ব্যাংকের মাঠে পাওনা ঋণ আদায় ও বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড ঢাকা এর পাওনা ঋণ পরিশোধের ব্যাপারে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণসহ অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি বাদশা আহমদ, নিরঞ্জন তালুকদার, মো. মঈন উদ্দিন, সেলিম মো. আব্দুর রব, বিশিষ্ট সমবায়ী মো. আরিফ মিয়া, আব্দুল মজিদ, শাহীন রানাসহ সমিতির প্রতিনিধিবৃন্দ। বিজ্ঞপ্তি