নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে স্মরণ সভা ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ৮:২৮:৫৫ অপরাহ্ন
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সাবেক উপাচার্য প্রফেসর ড. মোঃ খলিলুর রহমান এবং ইতিহাসবিদ প্রফেসর ড. আতফুল হাই শিবলী স্মরণে বুধবার নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলদেশ-এর অডিটোরিয়ামে আয়োজিত উক্ত স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ কামাল আহমদ চৌধুরী, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, প্রফেসর হেনা সিদ্দিকী, প্রফেসর ডাঃ নাহিদ ইলোরা, প্রফেসর ড. আতফুল হাই শিবলীর সহধর্মিনী প্রফেসর নাজিয়া খাতুন, ড. শিবলীর ভাই নসরুল হাই নিজামী, এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর পুত্রবধূ সানজিদা চৌধুরী এবং প্রফেসর ড. মোঃ খলিলুর রহমানের ভাতিজি রুবাইয়াত জাহান। স্মরণসভা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালরে গণিত বিভাগের অধ্যাপক ও সাবেক ট্রেজারার প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম দীপু এবং সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মমতাজ বেগম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন স্মরণসভা ও দোয়া মাহফিল আয়োজন কমিটির আহবায়ক এবং সঞ্চালক, সহকারী অধ্যাপক ড. শামীম আল আজিজ লেলিন। এছাড়াও স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ডাঃ রঞ্জিত কুমার দে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগ সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর আব্দুল মান্নান ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ শাহজাদা আল সাদিক। স্মরণসভা ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন আল খাজা মসজিদের ইমাম মাওলানা ফয়জুর রহমান। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উক্ত স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি