চেম্বারে ‘স্মার্ট প্রোডাক্ট ফটোগ্রাফি’ বিষয়ক কর্মশালার সনদ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ৮:২৯:৩১ অপরাহ্ন
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘স্মার্ট প্রোডাক্ট ফটোগ্রাফি’ বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার বিকাল ৪ টায় চেম্বার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে কাজ করছেন। এ লক্ষ্য বাস্তবায়নে পুরুষের পাশাপাশি নারী উদ্যোক্তাদেরকেও অবদান রাখতে হবে। উৎপাদিত পণ্যকে স্মার্ট ফটোগ্রাফির মাধ্যমে আকর্ষণীয়ভাবে ক্রেতাদের নিকট উপস্থাপন করতে হবে। তিনি প্রশিক্ষণার্থীদেরকে কর্মশালা থেকে লব্ধ অভিজ্ঞতা স্ব-স্ব ক্ষেত্রে কাজে লাগানোর আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক তারুণ কর্মকার, প্রশিক্ষণার্থী নাজনীন আক্তার কনা ও আব্দুল মুকিত। অনুষ্ঠানে ৪৫ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সচিব মোঃ গোলাম আক্তার ফারুক, উপ-সচিব সানু উদ্দিন রুবেল, সিলেট চেম্বারের কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থীবৃন্দ। বিজ্ঞপ্তি