সিলেটে শ্রীলঙ্কা দল
প্রকাশিত হয়েছে : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ৯:৩৮:৪৬ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : বিপিএল নিয়ে ব্যস্ত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। আজ ফাইনাল ম্যাচের মধ্যদিয়ে পর্দা নামবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ঘরোয়া আসরের। এরই মাঝে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বৃহস্পতিবার বিকেলে সিলেটে পা রেখেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।
ঢাকায় পৌঁছে সরাসরি প্রথম ম্যাচের ভেন্যু সিলেটে এসেছে সফরকারীরা। এ ধাপে সব মিলিয়ে কোচিং স্টাফ, ক্রিকেটার মিলিয়ে ২৭ জন এসেছেন।
বিমানবন্দর থেকে শ্রীলঙ্কা ক্রিকেট দল চলে যায় হোটেল। আজ বিশ্রামে থাকবে দলটি। এর পরের দুই দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে তারা।
এই সফরে দুজন অধিনায়ককে সঙ্গে নিয়ে এসেছে শ্রীলঙ্কা। সফরের প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার অধিনায়কত্ব করবেন চরিত আসালাঙ্কা। পরের ম্যাচগুলোয় নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা দায়িত্ব নেবেন। নিষেধাজ্ঞার কারণে দুই ম্যাচ খেলতে পারবেন না হাসারাঙ্গা।
বিপিএল শেষ করে আজই সিলেটে পৌঁছার কথা বাংলাদেশ দলের। টুর্নামেন্ট থেকে বাদ পড়া দলের খেলোয়াড়রা ইতোমধ্যে নিজেদের প্রস্তুত করতে শুরু করেছেন। পুরো সিরিজে টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।
আগামী ৪ মার্চ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। ক্ষুদ্রতম ফরম্যাটের বাকি দুটি ম্যাচ ৬ এবং ৯ মার্চ। তিনটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
টি-টোয়েন্টি সিরিজ শেষ করে চট্টগ্রামে যাবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দল। সেখানে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম ম্যাচটি হবে ১৩ মার্চ। একই ভেন্যুতে পরের দুটি ম্যাচ ১৫ এবং ১৮ মার্চ।
পূর্ণাঙ্গ এই সিরিজে টি-টোয়েন্টি এবং ওয়ানডের পর দুটি টেস্ট ম্যাচও খেলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ২২ মার্চ সিলেট শুরু হবে প্রথম টেস্ট। চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে মার্চের ৩০ তারিখ। লম্বা এই সিরিজে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে রাখা হয়নি একটি ম্যাচও।