কেমুসাসের সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৪, ৭:২৩:২৮ অপরাহ্ন
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১১৮৮তম সাহিত্য আসর বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেমুসাসের কার্যকরী পরিষদের পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের। কবি কামাল আহমদের উপস্থাপনায় অনুষ্ঠিত সাহিত্য আসরে বক্তারা বলেন, সাহিত্যক্ষেত্রে পদচারণা করতে হলে প্রচুর পড়াশোনা করতে হবে। কবিতা কিংবা অন্য যেকোনো বিষয়ে লেখার আগে সংশ্লিষ্ট বিষয়ের উপর যথেষ্ট পরিমাণ পড়াশোনা করতে হবে। নইলে লেখকের সৃষ্টিটা সাহিত্যমানে দুর্বল থেকে যাবে। মানসম্মত লেখার জন্য পড়াশোনার বিকল্প নাই। ভালো খারাপ, দুই ধরণের বই-ই আমাদের দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা যা লিখব তা ভিত্তি করবে- কী পড়েছি এর উপর। ভালো বই অর্থাৎ সাহিত্যমানে সমৃদ্ধ বই পড়লে এর প্রভাব নিজের লেখার উপর পড়বে। একইসঙ্গে খারাপ বইয়ের প্রভাবও পড়বে। ফলে অধিক পড়াশোনার পাশাপাশি পাঠসচেতনতাও লেখকের জন্য জরুরি একটা বিষয়।
আসরে লেখাপাঠে অংশ নেন ঔপন্যাসিক সিরাজুল হক, মুক্তার আহমদ, জুনেদ আহমদ, ইমদাদুল হক, কুবাদ বখত চৌধুরী রুবেল, মো. হেলাল উদ্দিন দাদন ও লিলু মিয়া। আসরের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. দিদার আহমদ। বিজ্ঞপ্তি