গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের সভা
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৪, ৭:২৭:৪৮ অপরাহ্ন
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভা ১ মার্চ শুক্রবার বিকালে বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদ মার্কেটের ৩য় তলাস্থ পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পরিষদের কেন্দ্রীয় আহবায়ক সিনিয়র আইনজীবী নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, মার্চ মাসের ১ তারিখ থেকে বিদ্যুতের ৪ থেকে ৫ শতাংশ দাম বাড়ানোর সংবাদে অসংগঠিত নির্দোষ সরল প্রাণ বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং তারা মর্মাহত। সমন্বয়ের নামে বিআরসিকে দুর্বল করে নির্বাহী আদেশে গত ১৪ বছরে দাম বাড়ানো হয়েছে ১২ বার এবং ১৫ বছরে ৩.৭৩ টাকা দামের ইউনিট হয়ে ৮.২৫ টাকা। সমন্বয়ের মানে যদি হয় প্রতি মাসে দাম বাড়ানো তা হলে সচেতন জনগণ মনে করেন বিদ্যুতের দামা বাড়ানো সরকারের একটি ব্যাধিতে পরিণত হয়েছে। ভর্তুকি প্রত্যাহারের নামে এই দায় গ্রাহকরা কেন মেনে নিবে। দেউলিয়ার দেশ শ্রীলঙ্কায় বিদ্যুতে দাম ১৮ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
বক্তারা এই নিদানকালে বিদ্যুতের মূল্য বৃদ্ধির কার্যকর সিদ্ধান্ত স্থগিত করার জোর দাবী জানিয়ে, অর্থ পাচার ও শীর্ষ দুর্নীতিবাজদের কাজ থেকে জনগণের হাজার হাজার কোটি টাকা উদ্ধার করে গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যে ভর্তিুকি দেয়ার জোর দাবী জানান।
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ রামেন্দ্র নাম ভট্টাচার্য্য, কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য নেছারুল হক চৌধুরী বুস্তান, ডাঃ অরুণ কুমার দেব, মামুনুর রশীদ এডভোকেট, সরোজ ভট্টাচার্য্য, তৌফিক চৌধুরী, ৮০ দশকের সিলেট জেলা ছাত্রলীগ কামরান আহমদ, যুবনেতা সৈয়দ নুর আহমদ জুনেদ। বিজ্ঞপ্তি