ঢাকায় অগ্নিকাণ্ডে নিহত শামীমের মৃত্যুতে মেয়রের শোক
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৪, ৮:০১:৩৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: রাজধানীর বেইলি রোড ট্র্যাজিডিতে দগ্ধ হয়ে নিহত মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আতাউর রহমান শামীমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি তিনি মরহুমের পরিবারের শোকাহত সদস্য ও কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনাও জানিয়েছেন।
শোক বার্তায় তিনি উল্লেখ করেন, আতাউর রহমান শামীমের অকাল মৃত্যুতে কুলাউড়াবাসী একজন নিবেদিতপ্রাণ প্রতিশ্রুতিশীল রাজনৈতিক নেতাকে হারিয়েছে। এতে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন কুলাউড়া উপজেলাবাসী তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ।
উল্লেখ্য, আতাউর রহমান শামীম সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী ছিলেন। তিনি বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের অগ্নিকা-ে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। বিজ্ঞপ্তি