কানাইঘাটে বিএসটিআই’র অভিযান
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৪, ৮:৪০:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের কানাইঘাটে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়েছে বিএসটিআই সিলেট বিভাগীয় অফিস। বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদের নেতৃত্বে এ অভিযান চালায় তারা। অভিযানে কানাইঘাট বাজারে মেসার্স দুধ মালাইয়ে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ঘি পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে ৫ হাজার টাকা, মেসার্স কামাল এন্ড ব্রাদার্সে ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় ২ হাজার টাকা এবং মেসার্স দিবারাত্রি মিষ্টি ভা-ারে রসগোল্লা পণ্যের পরিমাপে কম প্রদান করায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিএসটিআই সিলেট অফিসের কর্মকর্তা রাইসুল ইসলাম সাথে ছিলেন।