ভবনে ‘ফায়ার এক্সিট’ না থাকায় ক্ষোভ প্রধানমন্ত্রীর
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৪, ৯:১১:০৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বেইলি রোডের ভবনে অগ্নি নির্গমন পথ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘আমরা অগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবস্থা করেছি, তবুও মানুষ এতটা সচেতন নয়। আপনি একটি বহুতল ভবনে আগুন দেখেছেন, যার কোনো অগ্নি নির্গমন পথ ব্যবস্থা নেই।’রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় বিমা দিবস-২০২৪’ উদ্যাপন উপলক্ষে শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বেইলি রোডের ওই ভবনে বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী ওই অগ্নিকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, বহুতল ভবন হলেও সেখানে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। ভবন বা স্থাপনা তৈরির সময় তিনি সব সময় স্থাপত্যবিদদের অনুরোধ করেন যেন খোলা বারান্দা বা ভেন্টিলেশন এবং অগ্নিনির্বাপণের ব্যবস্থা রাখা হয়।
সরকারপ্রধান বলেন, ‘কিন্তু স্থাপত্যবিদেরা সেভাবে নকশা করেন না, আবার মালিকেরা এক ইঞ্চি জায়গা ছাড়তে চায় না। ৪৬ জন মানুষ মারা গেছে। এর চেয়ে দুঃখ ও কষ্টের আর কী হতে পারে! অথচ আমরা ফায়ার এক্সটিংগুইসার লাগানোসহ অগ্নিনির্বাপণ পথের ব্যবস্থা রাখার নির্দেশ বারবার দিচ্ছি। সেটা কিন্তু তারা মানে না।’
শেখ হাসিনা অভিমত ব্যক্ত করেন যে, ‘দেখা যাবে এখানে কোনো বিমাও করা ছিল না। কাজেই বিনিময়ে কিছু পাবেও না। এই সব ক্ষেত্রে সচেতনতা আসলে খুব বেশি প্রয়োজন। এ ক্ষেত্রে আরও ব্যাপকভাবে যাতে মানুষ সচেতন হয়, সেই জন্য আপনারা (বিমাসংশ্লিষ্ট মহল) চেষ্টা করবেন, আমাদের তরফ থেকে আমরা করে যাচ্ছি।