সিলেটে বর্ণিল শোভাযাত্রায় স্বাধীনতার মাস বরণ
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৪, ৯:২৪:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকারে সিলেটে বর্ণিল আয়োজনে মহান স্বাধীনতার মাস মার্চকে বরণ করা হলো। এ উপলক্ষে প্রতিছরের মতো এবারও সিলেট জেলা প্রশাসন বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে।শুক্রবার সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
পরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য সিলেটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার আমিনুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল ও সাবেক মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মণ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান এবং সিনিয়র সাংবাদিক আল আজাদ।
সমাবেশে বক্তারা বাঙালি জাতির জীবনে মার্চ মাসের গুরুত্ব তুলে ধরে বলেন, নতুন প্রজন্মকে সেই উত্তাল দিনগুলোর কথা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব, মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় সম্পর্কে সঠিক তথ্য জানাতে হবে। তাহলে তারা একাত্তরকে ধারণ করবে বুকের গভীরে। এর মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদেরকে প্রস্তুত করতে প্রেরণা পাবে।