কুলাউড়ায় সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৪, ৫:৫২:০৮ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় দৈনিক সময়ের আলো পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টায় কুলাউড়া পৌরসভার হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পত্রিকার জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন।
এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান শাহেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আবু মাসুদ, থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ, পিআইও শিমুল আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মহসিন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুশীল সেনগুপ্ত, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, বর্তমান সভাপতি নাজমুল ইসলাম, সাংবাদিক কল্যাণ প্রসূন চম্পূ, জসিম চৌধুরী, নাজমুল বারী সোহেল, মহি উদ্দিন রিপন, এমএ কাইয়ুম, আশিকুল ইসলাম বাবু, হোসাইন আহমদ, আকাশ আহমদ প্রমুখ।