গাজীপুর চা বাগানে শ্রমিক সমাবেশ
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৪, ৫:৫৩:২০ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় চা শ্রমিক জোট কুলাউড়া উপজেলার গাজীপুর বাগান শাখার প্রাথমিক কমিটি গঠন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
রমেশ কুমারের সভাপতিত্বে গাজীপুর ৭নং পূর্ব লাইনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম। কুলাউড়া পৌর জাসদের যুগ্ম সম্পাদক রাসেল আহমদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক আব্দুল গফফার কায়ছুল, বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট (বাজাফে-৩৮) এর কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক জ্ঞান শংকর গৌড়, বাংলাদেশ বাউল সমিতি ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কুলাউড়া উপজেলা বাংলাদেশ জাসদের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব আব্দুস শহীদ, বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার অন্যতম নেতা সোহাগ মিয়া, জাতীয় চা শ্রমিক জোট কুলাউড়া উপজেলা শাখার সংগঠক কালিটি চা বাগানের সভাপতি সুভাষ নাইডু, লংলা চা বাগানের সত্য নারায়ন, কালিটি বাগানের সর্বজিৎ দাস, গাজীপুর বাগানের পঞ্চায়েতের প্রধান শ্যামনাথ কুমার, গাজীপুর আঞ্চলিক বাংলাদেশ জাসদের সহ সভাপতি ছমির মিয়া, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল কুলাউড়া উপজেলা কমিটির সদস্য মারুফ আহমদ প্রমুখ।
সভায় গাজীপুর চা বাগানে রমেশ কুমারকে সভাপতি, সুভাষ গোয়ালাকে সাধারণ সম্পাদক এবং শ্যামনাথ কুমার, সনাতন কুমার, মন তংলা, সুদর্শন কুমার, সীমান্ত গোয়ালা, সুমন কৈবর্ত, সৎনারায়ন কুমার, রঞ্জিত পাল, জানকী পাল শ্যামল কৈবর্ত্যকে সদস্য করে বাংলাদেশ জাতীয় চা শ্রমিক জোট গাজীপুর বাগান শাখার প্রাথমিক কমিটি গঠন করা হয়। এছাড়া সভায় আগামী ১০ মার্চ রোববার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।