দোয়ারায় জাতীয় ভোটার দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৪, ৫:৫৫:১২ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: ‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার (২ মার্চ) সকালে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল জাতীয় ভোটার দিবস-২০২৪।
দিবসটি উপলক্ষে দোয়ারাবাজার উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সকালে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়। র্যালি পরবর্তী এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
দোয়ারাবাজার নির্বাচন অফিসার মোঃ মোশাররফ হোসেন খানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ, উপজেলা কৃষি অফিসার শেখ মোহাম্মদ মহসিন, সহকারী শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, উপজেলা পল্লি উন্নয়ন শাহিনুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, এসআই আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, নূর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ, দোয়ারাবাজার প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক বজলুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আশিক মিয়া, সিনিয়র সহ সভাপতি আলা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হারুন রশিদসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাচন অফিসার মোশাররফ হোসেন খান সবাইকে সঠিক তথ্য দিয়ে ভোটার হবার অনুরোধ করেন।