গোলাপগঞ্জে জাতীয় ভোটার দিবসে র্যালি
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৪, ৭:০৮:৪০ অপরাহ্ন
গোলাপগঞ্জে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। ‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ শিরোনামে শনিবার এ দিবসটি পালন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণের পর আবার সেখানে গিয়ে শেষ হয়। র্যালীতে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সেবাপ্রত্যাশী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।
এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আহসান ইকবাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, সদর ইউনিয়নের চেয়ারম্যান তমজ্জুল আলী তোতা, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি আব্দুল আহাদ, পৌরসভার মহিলা কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস, সহকারী নির্বচন কর্মকর্তা ইমারুল হাসান ও ইউপি সদস্য শামসুল আলম কয়েছ।