বৃষ্টির আভাস, তাপমাত্রাও বাড়বে
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৪, ৯:১২:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: ঋতুরাজ বসন্তের আগমনের পর থেকে কমে আসছে হিমেল হাওয়া। বাংলা বর্ষপঞ্জিতে আজ ১৯ ফাল্গুন। এরপরই আসছে চৈত্র মাস। তাই তাপমাত্রার পারদ ক্রমেই বাড়তে থাকবে। আর সেই সঙ্গে বাড়বে গরমের অস্বস্তি। এমনটাই বলছে আবহাওয়া অফিস।তবে এর আগে আজ মঙ্গলবার থেকে বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে আরো কিছুদিন তাপমাত্রা সহনশীল থাকছে। পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এই সময়ের শুরুতে সিলেটসহ সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপের অবস্থান দক্ষিণ বঙ্গোপসাগরে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর মতো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রি-মুনসুন সময়ে এটি মৌসুমের স্বাভাবিক বৃষ্টিপাত। এতে কয়েক দিন তাপমাত্রা কিছুটা কম থাকবে, জনজীবনে স্বস্তি আসবে।