বিশ্বের সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৪, ৯:৫৩:৪১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : বিশ্বের সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি হয়েছে। চলতি বছরে এ র্যাঙ্কিংয়ে আরও তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।জানা গেছে, চলতি বছরের সামরিক শক্তি সূচকে বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশ ৩৭তম অবস্থানে উঠে এসেছে। গত বছর ছিল ৪০তম অবস্থানে। এই সূচকে শীর্ষ সামরিক ক্ষমতাধর দেশ নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্র।
সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, বিশ্বের ১৪৫ দেশের সামরিক সক্ষমতার সবশেষ সহজলভ্য সামরিক সরঞ্জাম, প্রতিরক্ষা বাজেট, সেনা সংখ্যাসহ ৬০টির বেশি মাপকাঠির ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়েছে। জিএফপির সূচকে দ্বিতীয় সামরিক ক্ষমতাধর দেশ নির্বাচিত হয়েছে রাশিয়া আর চীন রয়েছে তৃতীয় স্থানে। এই তালিকায় চতুর্থ স্থানে আছে ভারত।পঞ্চম স্থানে দক্ষিণ কোরিয়া, ষষ্ঠ স্থানে ব্রিটেন, সপ্তম স্থানে জাপান, অষ্টম স্থানে তুরস্ক, নবম স্থানে পাকিস্তান এবং দশম স্থানে ইতালি রয়েছে।
র্যাঙ্কিংয়ে ইরান ১৪তম এবং ইসরায়েল ১৭তম স্থানে রয়েছে। এছাড়া রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের পটভূমিতে শক্তিশালী সামরিক বাহিনীর তালিকায় ১৫তম স্থান থেকে ১৮তম স্থানে নেমে গেছে ইউক্রেন।
এবার বাংলাদেশের সামরিক শক্তির সূচক শূন্য দশমিক ৫৪১৯ হিসেব করা হয়েছে। এই সূচকে শূন্য স্কোর পাওয়া সেরা সামরিক পারফরম্যান্স হিসাবে বিবেচিত হয়। গত বছর বাংলাদেশ শূন্য দশমিক ৫৮৭১ স্কোর পেয়ে ৪০তম হয়েছিল।