বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষা’র পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৪, ৫:৪৫:২১ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন রহ. ইসলামী সোসাইটির উদ্যোগে মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সাইন্স বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর সৈয়দ আশরাফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন, মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ (অব:) প্রফেসর ডঃ ফজলুল আলী, নুরুল ইসলাম মাহবুব, জেলা আওয়ামী লীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, মোহাম্মদ মকিস মনসুর, ডা. ছাদিক আহমদ, রাজনগর সরকারি কলেজের সহকারী অধ্যাপক শেখ শাহানারা রুবি প্রমুখ।
ওয়াসিম আহমেদ নিশান এর-সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব মৌলভীবাজারের সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল, নাজমুল হক, এমদাদুল হক রেনু, মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।