কুলাউড়ায় মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৪, ৫:৪৯:৪৩ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ঘাগটিয়া বায়তুন নূর জামে মসজিদের দানবাক্স ভেঙে টাকা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতের কোনো একসময় ঘাগটিয়া-কুলাউড়া প্রধান সড়কের পাশে অবস্থিত জয়চণ্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এ মসজিদে ঘটনাটি ঘটে।
মসজিদ সূত্রে জানা গেছে, নিত্যদিনের মতো রোববার ফজরের নামাজ আদায় করতে মসজিদে যান মুসল্লিরা। এ সময় মুসল্লিরা মসজিদের গেটের তালা ভাঙা দেখতে পান। পরে গেটের ভিতরে ঢোকে মসজিদ বাউন্ডারির দুটি দানবাক্সও ভাঙা দেখতে পেয়ে দানবাক্স খুলে টাকা চুরির বিষয়টি অবগত হন তারা। শনিবার দিবাগত রাতের কোনো একসময় এ ঘটনাটি ঘটে বলে জানান মুসল্লিরা। মুসল্লি জুবের আহমদ জানান, বিষয়টি দেখার পর মসজিদ কমিটিকে অবগত করা হয়।
উল্লেখ্য, ইদানীং উপজেলার বিভিন্ন এলাকার বাসাবাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে।