দোয়ারায় দারুল ইহসান মডেল মাদরাসার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৪, ৬:৫০:৪৬ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: বিশ্বমানের শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাধীন নরসিংপুর ইউনিয়নে উদ্বোধন করা হয়েছে দারুল ইহসান মডেল মাদরাসা।
শনিবার সকালে স্থানীয় নরসিংপুরে প্রতিষ্ঠিত মাদরাসাটি দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন শেষে নবাগত ছাত্রদের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাস্টার রফিজ আলীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন দোয়ারা এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান ও কুলাউড়া ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুছ ছাত্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবি ডা. হারুনুর রশিদ, দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আল মদিনা একাডেমির পরিচালক রফিকুর রহমান।
নসকস’র সেক্রেটারি তোফাজ্জল হোসাইন ও মাওলানা উমর ফারুকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান, আতাউর রহমান, ইউপি সদস্য সাজ্জাদুর রহমান, নসকস সভাপতি শফিকুল ইসলাম, মন্তাজ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা আব্দুল খালেক, ছাতকের মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কামাল উদ্দিন, নরসিংপুর বাজার মসজিদের সাবেক সভাপতি আশরাফ উদ্দিন, হাফেজ নজরুল ইসলাম, পুষ্পায়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ফখর উদ্দিন, নসকস’র সহ-সেক্রেটারি হোসাইন আহমদ।