যুবদল নেতা সুন্দর আলীর ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৪, ৭:০১:৪৬ অপরাহ্ন
দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের সব্দলপুর গ্রামের বাসিন্দা সিলেট জেলা যুবদল নেতা ও সংগঠক মোঃ সুন্দর আলী (৪৫) রোববার (৩ মার্চ) ভোর সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই অবুঝ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বেলা ২টায় সব্দলপুর দক্ষিণপাড়া জামে মসজিদে জানাযা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
জানাযায় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েস আহমদ, সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কফিল আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জুয়েল আহমদ, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন, বিএনপি নেতা তফজ্জুল হোসেন, আলাউদ্দিন আলাই, বদরুল ইসলাম জয়দু, সাংবাদিক খালেদ আহমদসহ নানা শ্রেণীপেশার বিপুল সংখ্যক মানুষ।
ব্যারিস্টার এম এ সালামের শোক
এদিকে, যুবদল নেতা সুন্দর আলীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম। এক শোক বার্তায় তিনি বলেন, সুন্দর ছিলেন জাতীয়তাবাদী দলের একজন একনিষ্ট কর্মী। রাজনীতি করতে গিয়ে তিনি বারবার জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তার মৃত্যুতে জাতীয়তাবাদী পরিবার একজন বিশ্বস্থ সিপাহশালারকে হারালো। হিতৈষী এ মানুষের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। সেই সাথে তার অবুঝ দুটি সন্তানকে যেন আল্লাহ ধৈর্য্য ধরার তৌফিক দান করেন সেই কামনা করেন ব্যারিস্টার এম এ সালাম। বিজ্ঞপ্তি