তাহিরপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী শিক্ষাশিবির
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৪, ৭:০৬:৪৬ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলার আওতাধিন তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির সম্পন্ন হয়েছে। শুক্রবার তাহিরপুর উপজেলার একটি মিলনায়তনে দিনব্যাপী উক্ত শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
ফেডারেশনের তাহিরপুর উপজেলা সভাপতি সালেহ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলীমের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের সুনামগঞ্জ জেলা সহ সভাপতি লুৎফুর রহমান দুলাল। দারসুল কোরআন পেশ করেন তাহিরপুর উপজেলা শ্রমিক কল্যাণের উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ তৈইফুল ইসলাম হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের তাহিরপুর উপজেলার উপদেষ্টা শিক্ষাবিদ মাওলানা ফরিদ উদ্দীন, সদর ইউনিয়নের প্রধান উপদেষ্টা সফিকুল ইসলাম, মাহমুদ উল্লাহ ও নজরুল ইসলাম।
দিনব্যাপী অনুষ্ঠিত শিক্ষা শিবিরের বিভিন্ন বিষয়ে আলোচনার পর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুইজে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি