সমাজসেবক ফিরোজ শিকদারের দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৪, ৮:০২:০৭ অপরাহ্ন
যুক্তরাজ্য ছাত্রলীগের সহসভাপতি স্বপন শিকদারের পিতা বিশ্বনাথের আটপাড়া গ্রামের বাসিন্দা, সমাজসেবক মো. ফিরোজ শিকদারের দাফন রোববার নিজ বাড়ীতে সম্পন্ন হয়েছে। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ভাইপো জুবায়ের আহমদ শিকদার। জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মো. ফিরোজ শিকদারকে দাফন করা হয়।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজামান চৌধুরী, বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সিতাব আলী, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার দিলোয়ার হোসেন সুমন, ডাক্তার ইব্রাহিম খলিল, আলতাব হোসেন, সিরাজুল ইসলাম সিরাজ, নিউহাম আওয়ামী লীগের সভাপতি মোবারক আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহপ্রচার সম্পাদক বসির আহমদ, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, সিলেট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোবশ্বির আলী, সাবেক জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা তানজির আহমদ, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন, ছাত্রলীগ নেতা আকবর হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন।
উল্লেখ্য, হাজী মো. ফিরোজ শিকদার গত শুক্রবার বিশ্বনাথ পৌর এলাকার আটপাড়া গ্রামের বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে ফিরোজ শিকদার স্ত্রী, ২ ছেলে ৩ মেয়েসহ আত্বীয়-স্বজন বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি