কুলাউড়ায় বিনামূল্যে চক্ষু শিবির
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৪, ৮:০৩:০০ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় অস্থায়ী চক্ষু শিবির পরিচালনা কমিটির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় পৌর বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ শিবির অনুষ্ঠিত হয়।কমিটির সভাপতি ও পৌর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।
বক্তব্যে তিনি বলেন, মানুষের প্রতিটি অঙ্গের মধ্যে চোখ খুবই গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে চোখের যতœ নেওয়ার আহবান জানিয়ে অস্থায়ী চক্ষু শিবির কমিটির সেবামূলক এ উদ্যোগকে ধন্যবাদ জানান।সমাজসেবক হোসেন মনসুরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, যুক্তরাজ্য ক্যাটার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এম এ মুনিম, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মোশাহিদ আহমেদ চুন্নু ও পৌর বালিকা উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি গৌরা দে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, অ্যাডভোকেট এটিএম মান্নান, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, যুক্তরাজ্য কমিউনিটি নেতা অধ্যাপক কমর উদ্দিন জামাল, জয়চ-ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহবুব, অবসরপ্রাপ্ত কৃষিবিদ আব্দুর রহমান রেনু, ব্যবসায়ী বশির আহমদ, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক সুমন মিত্র প্রমুখ।বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় দিনব্যাপী এ চক্ষু শিবিরে প্রায় ৮ শত রোগীকে চিকিৎসা দেওয়া হয়। এরমধ্যে ২০০ জন ছানিপড়া চক্ষুরোগী বাছাই করে বিএনএসবি হাসপাতালে অপারেশনের জন্য পাঠানো হয়।