সিলেটে পুলিশ সদস্যসহ সড়কে প্রাণ গেল ৩ জনের
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৪, ৮:২৯:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে পৃথক সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর ও নবীগঞ্জের উপজেলায় এই দুটি দূর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। নিহতদের মধ্যে এক পুলিশ সদস্য, অপর দু’জনের এক পুরুষ ও এক নারী অটোরিকশার যাত্রী রয়েছেন। পুলিশ লাশগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।নিহতরা হলেন- জকিগঞ্জ উপজেলার চাঁদ শ্রীকোণা শেখপাড়া গ্রামের মোশাহিদ আলীর ছেলে পুলিশ সদস্য আবুল হোসেন (২৭)। তিনি বাহুবল থানায় কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অপর দুই হলেন- কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাকুয়া গ্রামের মৃত সায়েদ মিয়ার ছেলে আকিব মিয়া (৬০) ও চর কাটকাল গ্রামের লাল মিয়ার মেয়ে সুরচাঁন বেগম (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে জকিগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে মোটর সাইকেলযোগে রওয়ানা হয়েছিলেন ওই পুলিশ সদস্য আবুল হোসেন। পথিমধ্যে সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর ড্রিমল্যান্ড পার্কের সামনে বাস-মাইক্রোবাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্য মৃত্যু বরণ করেন।বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার বলেন, বাস-মাইক্রোবাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্য মারা যান। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।
অপরদিকে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩ জন। রোববার দুপুরে উপজেলার আউশকান্দি এলাকার মিঠাপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানায়, সিএনজি অটোরিকশা যোগে মৌলভীবাজার থেকে নবীগঞ্জ যাচ্ছিলেন আকিব মিয়াসহ ৫ জন। পথিমধ্যে আউশকান্দি মিঠাপুর নামকস্থানে পৌঁছামাত্রাই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এঘটনায় আহত হন তিনজন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। দুর্ঘটনার পর ঢাকা সিলেট-মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১ ঘন্টা পর প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।