আজ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামছে ৬ কোম্পানি
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৪, ৮:৪৮:১৫ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ হওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে নেমে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি। এজিএম করতে ব্যর্থ হওয়ার পাশাপাশি এইসব কোম্পানি ছয় মাসের বেশি সময় ধরে বন্ধ থাকাসহ আরও কিছু অনিয়ম করেছে। যার জের ধরে এ কোম্পানিগুলোকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ সোমবার থেকে যে ৬ কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে যাচ্ছে তার মধ্যে বস্ত্র খাতের ২টি, ওষুধ ও রসায়ন খাতের ২টি, আর্থিক খাতের ১টি এবং বিমা খাতের ১টি কোম্পানি। প্রতিষ্ঠানগুলো হচ্ছে: প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, নিউ লাইন ক্লোথিংস, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এএফসি অ্যাগ্রো বায়োটেক ও অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল।