আল্লামা লুৎফুর রহমানের মৃত্যুতে মহানগর জামায়াতের শোক
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৪, ৯:২৩:৪৩ অপরাহ্ন
বিশ্ববরণ্যে মুফাসসিরে কুরআন, মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি, প্রখ্যাত প্রবীণ আলেমে দ্বীন আল্লামা ড. লুৎফুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
রোববার এক শোকবার্তায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী মরহুম আল্লামা ড. লুৎফর রহমান ছিলেন কুরআনের দাঈ। তিনি অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় কুরআনের তাফসির করার মাধ্যমে দাওয়াতের ময়দানে নতুন ধারার সুচনা করেছিলেন। তিনি আমৃত্যু ইসলামী আন্দোলনের সাথে সক্রিয় থেকে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করেছেন। তাঁর ইন্তেকালে আমরা অভিভাবকতূল্য বিশ^বরণ্যে আলেম ও ইসলামী আন্দোলনের এক সাহসী সিপাহসালারকে হারালাম। তাঁর শূন্যতা সহজে পূরনীয় নয়। আল্লাহ পাক রাব্বুল আল আমীন মরহুম আল্লামা ড. লুৎফুর রহমানকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন। বিজ্ঞপ্তি