গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের নাগরিক মিছিল
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৪, ৫:৫০:০৭ অপরাহ্ন
বিদ্যুতের দাম আশু স্থগিত, মহাদুর্নীতিবাজদের তালিকা করে আটক, অর্থ পাচারকারী ও লুটেরাদের অর্থ সম্পদ জব্দ করে বিদ্যুৎ জ্বালানী ও সেবা খাতে ভর্তুকি বাড়ানোর দাবিতে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সোমবার (৪ মার্চ) বিকাল ৩টায় সিলেট ঐত্যিহাসিক কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আহ্বায়ক সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন। কেন্দ্রীয় সদস্য সচিব জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী, মামুনুর রশীদ এডভোকেট, ডা. অরুন কুমার দেব, সরোজ ভট্টাচার্য, ইসমত ইবনে ইসহাক সানজিদ, রফিকুল ইসলাম শীতাব, সাংবাদিক শহিদ আহমদ খান শিব্বির, সাবেক ছাত্রনেতা কামরান আহমদ, তৌফিক চৌধুরী, যুবনেতা ইমাম হোসেন, মুক্তাদির কিবরিয়া সিরাজী, সমাজসেবী মো. উসমান আলী প্রমুখ। বিজ্ঞপ্তি