কুলাউড়ায় ইউসিসিএ লিমিটেডের সুবর্ণজয়ন্তী
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৪, ৭:৪৭:৫৭ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৫০তম বার্ষিক সাধারণ সভা ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান উদযাপন হয়েছে। সোমবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়মে এ সভা অনুষ্ঠিত হয়।ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।
বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে সমবায় সমিতির বিকল্প নেই। তিনি আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সমবায়ীসহ সবাইকে সমবায় আন্দোলনকে বেগবান ও সমিতিগুলোকে সুসংগঠিত করার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, মাধবপুর উপজেলা ইউসিসি লিমিটেডের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, জুড়ী উপজেলা ইউসিসি লিমিটেডের চেয়ারম্যান বিধান চন্দ্র বাদল, কুলাউড়া ইউসিসিএ লিমিটেডের সাবেক চেয়ারম্যান ফজলুল হক ফজলু, খয়রুল আলম সুন্দর, মোবারক আলী ও মো. মুহিবুর রহমান, লিমিটেডের ভাইস চেয়ারম্যান কামাল হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, সমবায়ী আব্দুল মতিন প্রমুখ।
সভায় ৫০ বছর পূর্তি উপলক্ষে এমপি নাদেল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ও সাবেক ইউসিসি লিমিটেডের সকল চেয়ারম্যানবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বার্ষিক সভায় জানানো হয় ২০২২-২০২৩ অর্থবছরে অপ্রধান শস্য কর্মসূচির আওতায় ৮০ জন এবং মহিলা উন্নয়ন অনুবিভাগের আওতায় ১০০ জন এবং ২০২৩-২০২৪ অর্থবছরে অপ্রধান শস্য কর্মসূচির আওতায় ৪০ জন এবং মহিলা উন্নয়ন অনুবিভাগের আওতায় ১০০ জন সুফলভোগী প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন। এ ছাড়া পিআরডিপি-৩ এর কার্যক্রম অক্টোবর ২০১৭ সালে শুরু হয়েছে। ভুকশিমইল ইউনিয়নে ২৪টি এবং শরীফপুর ইউনিয়নে ২৪ টি ভিডিসি স্কীম বাস্তবায়ন করা হয়েছে। পিআরডিপি-৩ এর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে মোট ৩৬টি।