গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের কার্যালয় উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৪, ৬:০৭:১৬ অপরাহ্ন
গোয়াইনঘাটে বর্ণিল আয়োজনে উপজেলা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৪ মার্চ) বেলা ৩ টায় গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ক্লাবের সভাপতি সাংবাদিক সাদিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান আহমদ ও মারজানুল আযহার জুনেদের যৌথ সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর আলোকচিত্রী আনিস মাহমুদ, আনন্দ টিভির সিলেট প্রতিনিধি সুজন মিয়া, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার দাস, বাংলা টিভির জৈন্তা-গোয়াইনঘাট প্রতিনিধি দুলাল হোসেন রাজু, দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার প্রতিনিধি সুহেল আহমদ।
বিশেষ অতিথি হিসাব উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সদর ইউপির মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, ট্রাক-পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক সংঠনের সাধারণ সম্পাদক মোঃ কুতুব উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মুজিব, উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান আহমদ, খায়রুল আমিন, ইফতেখার হোসেন শামীম, সদর ইউনিয়ন ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আমিরুল ইসলাম আমিন, রাসেল আহমদ। অনুষ্ঠানে ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি