গোয়াইনঘাটে কিশোর কিশোরী ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৪, ৭:০১:২৬ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে কিশোর কিশোরী ক্লাবের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
৪ মার্চ সকাল ১০টা থেকে দিন ব্যাপি গোয়াইনঘাট সরকারী মডেল উচ্চবিদ্যালয় ও হল রুমে চলে বিভিন্ন প্রতিযোগিতা। পরিচালনায় ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার, উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও দুপ্রক সচিব। পরে বিকেল ৩টায় হলরুমে মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নির সভাপতিত্বে শামীম আহমদের পরিচালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুপ্রক সচিব সাংবাদিক আব্দুল মালিক। পরে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
সভায় উপজেলার ৯ ক্লাবের সদস্যবৃন্দ, শিক্ষক, জেন্ডার প্রমোটারগন, প্রশিক্ষক রহমত উল্লাহ, মা শিশু সহায়তা প্রকল্পের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।