সিলেটে ২ কোটি ৩৫ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৪, ৭:৫১:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে ইয়াবার একটি বড় চালান আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এ সময় শীর্ষ দুই মাদক কারকারিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪৭ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকা। সিলেটে এরআগে কখনো এতোবড় ইয়াবার চালান আটক হয়নি, এটিই হলো প্রথম।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- জকিগঞ্জ থানাধীন মাইজকান্দি গ্রামের মো: খলিলুর রহমানের ছেলে হোসেন আহমেদ (৩৫) ও একই গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে সিরাজ উদ্দিন (৫১)। গতকাল মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকাল ৫টার দিকে সিলেটের জকিগঞ্জ উপজেলার মাইজকান্দি গ্রামে অভিযান চালায় র্যাব-৯ এর সিপিএসসি কোম্পানির একটি দল। এ সময় একটি বাড়িতে তল্লাশিকালে ৪৭ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি হোসেন আহমেদ ও সিরাজ উদ্দিনকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. মশিউর রহমান সোহেল বলেন- সিলেটে এটাই হলো জব্দকৃত ইয়াবার সবচেয়ে বড় চালান। এরআগে ২০২২ সালে ৩৩ হাজার পিস ইয়াবার একটি বড় চালান জব্দ করেছিলো র্যাব। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।