বাংলাদেশ স্কুল বাহরাইনকে বিজনেস ফোরামের আর্থিক অনুদান
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৪, ৮:৩৮:১৬ অপরাহ্ন
বাহরাইন প্রতিনিধি : বাহরাইনে অবস্থিত বাংলাদেশ স্কুলের ভবন নির্মাণের জন্য ১৩ লক্ষ টাকা (বাহরাইনি ৪হাজার দিনার) আর্থিক অনুদান প্রদান করে বাহরাইনে বাংলাদেশী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন।দেশটির রাজধানী মানামায় বাংলাদেশ স্কুলের হল রুমে স্কুলের বোর্ড অফ ডিরেক্টর, প্রিন্সিপাল ও শিক্ষকদের উপস্থিতিতে বাংলাদেশ স্কুলের বোর্ড অব ডিরেক্টর চেয়ারম্যান মুইজ চৌধুরীর হাতে এই চেক হস্তান্তর করেন বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক।
এই সময় স্কুলের পক্ষে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান প্রকৌশলী গিয়াস উদ্দিন, ফুয়াদ তাহের শান্তানু, বিজনেস ফোরাম পক্ষে উপস্থিত ছিলেন বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, আক্তারুজ্জামান সরকার, তোফাজ্জল হোসেন মুকুল, রফিকুল ইসলাম, আল মারুফ।স্কুলের চেয়ারম্যান এই অনুদানের জন্য বাংলাদেশ বিজনেস ফোরামকে ধন্যবাদ জানান এবং স্কুলের পাশে বাংলাদেশ বিজনেস ফোরাম সব সময় থাকবে বলে আশা ব্যক্ত করেন ।
উল্লেখ্য ২০২৩ সালের অক্টোবরে বাংলাদেশ স্কুল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি।