ট্রাফিক সচেতনতা কার্যক্রম উদ্বোধন করলেন এসএমপি কমিশনার
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৪, ৮:৪২:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ‘ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো’ এই শ্লোগান নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে শুরু হয়েছে ট্রাফিক সচেতনতা কার্যক্রম। মঙ্গলবার সকাল ১০টায় নগরীর চৌহাট্টায় এ কার্যক্রমের উদ্বোধন করে পুলিশ কমিশনার মো. জাকির হোসেন পিপিএম।
এ সময় তিনি পথচারিদের মধ্যে লিফলেট বিতরণ ও নাগরিকদের সড়ক পরিবহন আইন মেনে চলার জন্য অনুরোধ করেন। পাশাপাশি সড়কে যানবাহন নিয়ে চলাচলের সময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা ও মোটরসাইকেল চালক-আরোহীদের হেলমেট পরিধান করার জন্য আহবান জানান। এছাড়া পুলিশ কমিশনার পর্যটন নগরী ও প্রকৃতি কন্যা সিলেটের রাস্তায় ট্রাফিক আইন মেনে যানবাহন চালনাকারী ও যাদের ডাইভিং লাইসেন্স ও কাগজপত্র আছে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং গাড়িতে স্টিকার লাগিয়ে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো: জোবায়েদুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মোঃ সোহেল রেজা, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোঃ বি এম আশরাফ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রাখী রানী দাস, এসি (ট্রাফিক-উত্তর) মো: গোলাম মোস্তফা, এসি (ট্রাফিক-দক্ষিণ) মো: জায়েদ হাসান, এসি (কোতোয়ালি) মোঃ মিজানুর রহমান, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈন উদ্দিন শিপন, টিআই (প্রশাসন) মো: ইফতেখার হোসেন মাহমুদ, টিআই মো: দেলোয়ার হোসেন খান, টিআই মো: আজাদুর রহমান, সার্জেন্ট (প্রশাসন) আবুবকর শাওন, সার্জেন্ট (রেকার) নূরুল হুদা মোড়ল, সার্জেন্ট (প্রসিকিউশন) নাজমুল আলম সহ ট্রাফিক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এরই ধারাবাহিকতায় পরবর্তীতে নগরীর সিটি পয়েন্ট ও হুমায়ূন রশিদ চত্বরে পথচারি ও পরিবহন সংশ্লিষ্টদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।